Friday, 9 October 2015

পরান সখি রইলে রে তুই কার পরানে ?
তোরে খুঁজি ভিন্ন লোকের অন্য গানে
কত লোকে বান্ধে যে গান নানান সুরে
সাত বাজারে খুঁইজা বেড়াই ঘুরে ঘুরে
কার কন্ঠে সইরে আমার পরলি ধরা
সাধ জাগে মোর সাধন করি সে অন্তরা
একবার গাই ঐ গান যা আমার প্রানে
সপ্তসুরের পরান সখি গায় পরানে... 


( যারা নিজেকে জানে তাদের জন্য পুরস্কার। আর যারা আমার মতো, নিজেকে এখনো খোঁজে নানান মানুষের মাঝে- তাদের কে তিরস্কার। )

- অনি
১০/১০/১৫
রাত- ১ঃ১২

No comments:

Post a Comment