আমি তুমি আমরা জানি সবই মিথ্যে
সত্য বিরাজ করে শুধু একাকীত্বে।
তোমার মনের খোঁজ তোমার কাছে কী আছে
আমিও কি ছাই বুঝি কি খুঁজি তোমার কাছে।
সত্য বিরাজ করে শুধু একাকীত্বে।
তোমার মনের খোঁজ তোমার কাছে কী আছে
আমিও কি ছাই বুঝি কি খুঁজি তোমার কাছে।
তবু বলি ভালোবাসি চিরকাল বাসবো
যুগে যুগে দু’জনেই বারবার আসবো।
অথচ একলা ঘরে নিদারুণ নির্মান
দুজনে একলা শুনি একলা থাকার গান।
তুমি খোঁজো তোমারে হাজার লোকের ভীড়ে
একলা চলার শেষে একা ফেরো একা নীড়ে।
একলা ঘুমিয়ে যাই আমিও আমারে খুঁজে
তুমিও তোমার ঘুম ঘুমাও দু’চোখ বুজে।
একলা দাবার চাল এক হাতে একা শেখা
দাবার গুটির মতো আমরা সবাই একা।
আমি তুমি আমরা জানি সবই মিথ্যে
সত্য বিরাজ করে শুধু একাকীত্বে।
-অনি
২৯/০৪/১৫
রাত- ১০ঃ০৩
যুগে যুগে দু’জনেই বারবার আসবো।
অথচ একলা ঘরে নিদারুণ নির্মান
দুজনে একলা শুনি একলা থাকার গান।
তুমি খোঁজো তোমারে হাজার লোকের ভীড়ে
একলা চলার শেষে একা ফেরো একা নীড়ে।
একলা ঘুমিয়ে যাই আমিও আমারে খুঁজে
তুমিও তোমার ঘুম ঘুমাও দু’চোখ বুজে।
একলা দাবার চাল এক হাতে একা শেখা
দাবার গুটির মতো আমরা সবাই একা।
আমি তুমি আমরা জানি সবই মিথ্যে
সত্য বিরাজ করে শুধু একাকীত্বে।
-অনি
২৯/০৪/১৫
রাত- ১০ঃ০৩
No comments:
Post a Comment