আগুনের মনে এত ঘৃনা নেই সব দহনের
আকাশও জানে তারার চিতা সুপারনোভায়
তারাও দেখেছে আকাশ ফুরায় কোন সীমানায়
শুধু অসীম তোমার মনের ধাঁধাঁ অহং মনের।
আকাশও জানে তারার চিতা সুপারনোভায়
তারাও দেখেছে আকাশ ফুরায় কোন সীমানায়
শুধু অসীম তোমার মনের ধাঁধাঁ অহং মনের।
ফোটন জানে আলোর গতি আর বাড়েনা
রবীন্দ্রনাথও কাব্যে আকেঁন মেধার সীমা
লিটল বয়ই সবুজ বানায় হিরোসিমা
তোমার তুমিই ওসব ভাবার ধার ধারেনা।
ভালবাসার খুব বেদনার কি গান জানো?
বোধ বিবেকের মাপ কাঠিটা কোথায় পাওয়া?
মিরর টাইলস, থাই জানালায় লেলুয়া হাওয়া?
গাওনি বিভাস, আশাবরীর একটি গানও?
সীজার দিয়ে নিজের মাপেই প্যাটার্ন আঁকো
তোমার চোখের চশমাটাও ধ্রুব লেন্স নয়
খালি চোখে যারা মরিচিকা দেখে ভুল তারো হয়
ঈশ্বরেরও ভুল হয় কত - খবর রাখো?
প্রতি রাতে হয় প্রতিটি দিনের স্বপ্ন কবর-
সকালে হুজুরে ঠিক করে দেন জের আর যবর।
-অনি
২৬/০৮/১৫
ভোর রাত - ৪:১৪
রবীন্দ্রনাথও কাব্যে আকেঁন মেধার সীমা
লিটল বয়ই সবুজ বানায় হিরোসিমা
তোমার তুমিই ওসব ভাবার ধার ধারেনা।
ভালবাসার খুব বেদনার কি গান জানো?
বোধ বিবেকের মাপ কাঠিটা কোথায় পাওয়া?
মিরর টাইলস, থাই জানালায় লেলুয়া হাওয়া?
গাওনি বিভাস, আশাবরীর একটি গানও?
সীজার দিয়ে নিজের মাপেই প্যাটার্ন আঁকো
তোমার চোখের চশমাটাও ধ্রুব লেন্স নয়
খালি চোখে যারা মরিচিকা দেখে ভুল তারো হয়
ঈশ্বরেরও ভুল হয় কত - খবর রাখো?
প্রতি রাতে হয় প্রতিটি দিনের স্বপ্ন কবর-
সকালে হুজুরে ঠিক করে দেন জের আর যবর।
-অনি
২৬/০৮/১৫
ভোর রাত - ৪:১৪
No comments:
Post a Comment