কালের কন্ঠ আজ আমার একটি কবিতা ছেপেছে। কবিতাটির নাম নারী।
আর যেই নারী এই কবিতাটি ছাপার জন্যে কালের কন্ঠে পাঠান সে আমার বন্ধু তন্বী। তিনি একটি কলেজে শিক্ষকতা করেন। যতটুকু তার কাছে শুনেছি আমার এই কবিতাটি তিনি তার কলেজ ফাংশানেও আবৃত্তি করিয়েছেন।
কবিতাটির কিছু অংশ পত্রিকাটি আপন মনে কেটে ছোট করে দিয়েছে। এতে তন্বীর মন বিষন্ন। এই সমাজে নারীর গায়ে একটু হাত পরেই। কবিতাটি ছোট হয়েছে কেটে ছেটে তাতে কী? নারীর প্রতি আমাদের সম্মানতো ছোট হয়নি।
আর যেই নারী এই কবিতাটি ছাপার জন্যে কালের কন্ঠে পাঠান সে আমার বন্ধু তন্বী। তিনি একটি কলেজে শিক্ষকতা করেন। যতটুকু তার কাছে শুনেছি আমার এই কবিতাটি তিনি তার কলেজ ফাংশানেও আবৃত্তি করিয়েছেন।
কবিতাটির কিছু অংশ পত্রিকাটি আপন মনে কেটে ছোট করে দিয়েছে। এতে তন্বীর মন বিষন্ন। এই সমাজে নারীর গায়ে একটু হাত পরেই। কবিতাটি ছোট হয়েছে কেটে ছেটে তাতে কী? নারীর প্রতি আমাদের সম্মানতো ছোট হয়নি।

No comments:
Post a Comment