Sunday, 6 September 2015

এ যে মুগ্ধতা নয় প্রেম তাই মনের ছিল মানা
আকাশ ছিল অন্য পাখির
মেনে নিলাম শূন্য এ নীড়
খাঁচার দুয়ার খুলেও তাই গুটিয়ে ফেলি ডানা।

প্রেমের শিখর ছিল অন্যদেশে শিকড় ছিল জানা
সে আকাশে ভোরের খেলা
আমার খাঁচায় সন্ধাবেলা
সন্ধা তারায় লুকাই আমার সুখ তারাটির ডানা।

নীলিমায় তাঁর তারার চাদর শেষ সীমানায় টানা
সেই চাদরে নিশিথের ঘুম
বন্ধ চোখে রজনী নিঝুম
তাঁর স্বপ্ন ভাঙার ভয়ে আমি ডাঙায় লুকাই ডানা।

আকাশে ওড়ার স্বপ্ন চোখে তবু বুকের খাঁচায় না না
চোখের সামনে খোলা আকাশ
বুকে চাপা দীর্ঘ নিঃশ্বাস
আমার ভালবাসার পাখির আহা শুকায় দুটি ডানা।

সিদ্ধার্থের আকাশে আজ সাইয়ের মনের মানুষ ফানা
শ্রীকৃষ্ণ আজ কৃষ্ণ শিলায়
অচীন পাখির গন্ধ বিলায়
আগুন লাগা আকাশের গায় দগ্ধ বোররাকের ডানা।

ভালবাসার প্রেমের কারাভান দেয় ছোট্ট বুকে হানা
আমি তোমাকে ভালবাসি
তাই বারবার ফিরে আসি
তুমিই আমার মনের আকাশে লুকিয়ে রাখা ডানা।

গরুর মুখের ভিতর
গ্রামের ডাগর কচুরীর পানা- শিশুগাছে বাবুইয়ের ঘর
শিশুর হাতে ঝাপসা অচল পয়সা ময়লা দুই এক আনা,
ঘানিটানা বলদের পাশে- বাছুরের শৈশব মধুকুপি ঘাসে
হলুদ সর্ষের সতেজ দানা-হলুদের মাস যায় আর আসে
বাজারের বটের নীচে নিশ্চল একা বাউল নিতাই কানা,
অজানা পথের শেষে বেদের চোখে ঐ বাড়ির নীশানা,
একটি মৃত পাখি আশ্বিনের ঝরে কাল ভেঙ্গে গেছে ঘর
তার মেঘের মতো পালক-

লোহীত কনায় ভিজে গেছে রক্তিম ডানা...

- অনি।
০২/০৭/১৫
বিকেল - ৬: ০১

No comments:

Post a Comment